BN/700512c প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু লস্ এঞ্জেলেস্
BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু |
"সুতরাং আমাদের অত্যন্ত গম্ভীরভাবে এই কৃষ্ণভাবনামৃতের অনুশীলন করা উচিত, কোন ধরণের বিচ্যুতি ছাড়াই অত্যন্ত একনিষ্ঠভাবে। আমাদের কখনই এটা ভেবে অবহেলা করা উচিত নয় যে এটা একটা ফ্যাশন বা জোর করে চাপিয়ে দেয়া কিছু। না। এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ কার্য। মনুষ্যজীবন কেবল কৃষ্ণভাবনার উন্নতি সাধনের জন্যই। আর অন্য কোনো কাজ নেই। কিন্তু দুর্ভাগ্যবশত আমরা এতো সমস্ত অন্যান্য কাজের সৃষ্টি করেছি যে আমরা কৃষ্ণভাবনামৃতকেই ভুলে গেছি। একেই বলে মায়া।" |
৭০০৫১২ 'গ'- ঈশোপনিষদ প্রবচন মন্ত্র ০৮ - লস্ এঞ্জেলেস্ |