"শ্রীমদ্ভগবতগীতায় বলা হয়েছে, প্রত্যক্ষাবগমং ধর্মম্যং(শ্রীমদ্ভগবতগীতা ৯.২)। কর্ম, জ্ঞান ও যোগ নামে আত্ম উপলব্ধির অন্যান্য পন্থাগুলোর দ্বারা তুমি পরীক্ষা করতে সক্ষম হবে না যে, প্রকৃতপক্ষে তুমি উন্নতি করছ কিনা। কিন্তু ভক্তিযোগ এতটাই নিখুঁত যে তুমি বাস্তবসম্মত ভাবে নিজেকে পরীক্ষা করতে পারবে, তুমি উন্নতি করছ কী করছ না। ঠিক একই রকম একটা উদাহরণ, যেটা আমি আরো বেশ কয়েকবার বলেছি যে, তুমি যদি ক্ষুধার্থ হও, আর তখন যদি তোমাকে কিছু খেতে দেয়া হয়, তখন তুমি নিজে নিজেই উপলব্ধি করতে পারবে তোমার ক্ষুধা কতটুকু মিটেছে এবং তুমি কতটুকু শক্তি আর পুষ্টি অনুভব করছ। তোমাকে অন্য কারো কাছে জিজ্ঞাসা করতে হবেনা। একইভাবে তুমি যখন হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করছ, তখন তুমি উন্নতি করছ কিনা তার পরীক্ষাটা হচ্ছে তুমি বুঝতে পারবে যে তুমি জড়জগতের দুটি নিকৃষ্টতর প্রবৃত্তি কাম আর অজ্ঞানতার প্রভাব থেকে মুক্ত হচ্ছো কিনা।"
|