BN/710130b প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু এলাহাবাদ

BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু
"সুতরাং এই বিজ্ঞান, এই প্রচার কর্মসূচী, এই কৃষ্ণভাবনামৃত আন্দোলনকে আমরা সারা বিশ্বে বিস্তৃত করছি। এগুলো তারা গ্রহণ করছে। এটা শুধুমাত্র একজন ব্যক্তির দ্বারাই সম্পন্ন হচ্ছে...অতএব..., কিন্তু আপনারা যদি সবাই অংশগ্রহণ করেন, এই কৃষ্ণভাবনামৃতকে সারা পৃথিবীতে প্রচার করার জন্য বৈজ্ঞানিক অনুষ্ঠানাদির আয়োজন করেন, তাহলে আমরা দেখতে পাব একদিন মানুষ ভারতবর্ষের প্রতি খুবই কৃতজ্ঞ থাকবে। তারা চিন্তা করবে,"আমরা ভারতবর্ষ থেকে কিছু পেয়েছি।" এখন ভারতবর্ষ বহির্দেশগুলো থেকে শুধু ভিক্ষা করছে,"আমাকে অর্থ দাও, আমাকে অন্ন দাও, আমাকে গম দাও, আমাকে সৈন্য দাও।" কিন্তু এই আন্দোলনকে যখন আমরা তাদের কাছে পৌঁছে দিচ্ছি, সেক্ষেত্রে তাদের কাছ থেকে কিছু ভিক্ষা নেয়ার কোনো প্রশ্নই নেই-এটা তাদেরকে দেয়ার জন্য। শুধুমাত্র কিছু দেয়ার চেষ্টা করুন। এটাই আমার অনুরোধ।"
৭১০১৩০ - প্রবচন - এলাহাবাদ