"পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ প্রত্যেকটি জীবের হৃদয়ে বাস করছেন। এই যে বিড়াল, কুকুর, শুকুর এরাও জীব, জীবন্ত সত্তা- তাই শ্রীকৃষ্ণ এদের হৃদয়েও বাস করছেন। কিন্তু এর অর্থ এই না যে, শ্রীকৃষ্ণ শুকুরের সঙ্গে জঘন্য জীবনযাপন করছেন। তাঁর নিজস্ব বৈকুণ্ঠ লোক রয়েছে। তিনি যেখানেই যান সেটাই বৈকুণ্ঠ। একই ভাবে কেউ যখন জপ করে, এই যে হরিনাম জপ...অর্থাৎ শ্রীকৃষ্ণের পবিত্র নাম এবং শ্রীকৃষ্ণের মধ্যে কোন পার্থক্য নেই। শ্রীকৃষ্ণ বলেছেন,যেখানে আমার শুদ্ধ ভক্তরা আমার নাম কীর্তন করে আমি সেখানেই অবস্থান করি। সুতরাং যখন কৃষ্ণ আসেন এবং তোমার জিভের উপর অবস্থান করেন, তখন কি করে তুমি জড় জগতে অবস্থান করতে পার? সেটা ইতোমধ্যেই বৈকুণ্ঠ, যদি তোমার হরিনাম জপ অপরাধ মুক্ত হয়।"
|