"মনে কর শ্রীকৃষ্ণ এখানে উপস্থিত......ঠিক যখন আমরা শ্রীবিগ্রহকে আমাদের সশ্রদ্ধ প্রণাম নিবেদন করি। একইভাবে, যেহেতু শ্রীবিগ্রহ হচ্ছেন অর্চাবতার, অবতার......তোমরা যে শ্রীবিগ্রহ পূজা করছ, তা হচ্ছে অর্চাবতার, অর্চা মানে আরাধ্য অবতার। যেহেতু আমরা আমাদের জড় চক্ষু দ্বারা শ্রীকৃষ্ণকে দেখতে পারিনা, তাই এটি শ্রীকৃষ্ণের করুণা যে তিনি আমাদের সামনে এই রূপে আবির্ভূত হয়েছেন যাতে আমরা তাঁকে দেখতে পারি। এমন নয় যে শ্রীকৃষ্ণ তাঁর বিগ্রহ থেকে ভিন্ন। এটা ভুল। যারা শ্রীকৃষ্ণের এই সর্বশক্তিমত্তাকে বুঝতে পারেনা, তারা ভাবে এটা মূর্তি। তাই তারা বলে "মূর্তিপূজা।" এটা মূর্তি পূজা নয়।"
|