ভাগবতের মতে, নাং তেহ বিদ্যু স্বার্থ গতিম হি বিষ্ণু (ভাগবত ৭/৫/৩১) জ্ঞান, জ্ঞানের লক্ষ্য কি? ভগবান বিষ্ণুর কাছে পৌঁছানো ,তাঁকে উপলব্ধি করা। তদ্ বিষ্ণু পরমাম পদাম সদা পাশ্চ্যন্তি সূর্যঃ(ঋক বেদ) যারা প্ৰকৃতরূপে বুদ্ধিমান তারা কেবল ভগবানের বিষ্ণু রূপ দর্শন করেন। এটিই হচ্ছে বৈদিক মন্ত্র । তাই , যতক্ষণ না তুমি সেই স্তরে পৌঁছাতে পারছ ততক্ষণ অবধি তোমার জ্ঞানের কোনো মূল্য নেই । সেটি হচ্ছে তামসিক । " নাহং প্রকাশ্যঃ সর্বস্য যোগমায়াসমাবৃতঃ (ভগবদগীতা ৭/২৫ ) সেই জন্যে যতক্ষণ অবধি তুমি ভগবান শ্রীকৃষ্ণকে উপলব্ধি করতে পারছো না ,তার মানে তোমার জ্ঞান তখনও মায়ার অন্ধকারে আচ্ছন্ন হয়ে আছে।
|