BN/710407b প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু বোম্বে

BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু
"এটা হচ্ছে আধুনিক যুগের তথাকথিত দার্শনিক, শিক্ষাবিদ আর নাস্তিকদের কাজ, যারা জনগণের মনোযোগকে শ্রীকৃষ্ণের পরিবর্তে শ্রীকৃষ্ণ বহির্মুখ বিষয়ের প্রতি ধাবিত করার চেষ্টা করছে। তারা সারাজীবন ধরে শ্রীমদ্ভাগবদ্গীতা অধ্যয়ন করে, কিন্তু ভুলভাবে ব্যাখ্যা করে যাতে মানুষ শ্রীকৃষ্ণের প্রতি আত্মসমর্পণ করতে না পারে। এটাই তাদের উদ্দেশ্য। এই ধরণের মানুষদের বলা হয় দুস্কৃতিন। তারা নিজেরাও শ্রীকৃষ্ণের প্রতি আত্মসমর্পণ করতে প্রস্তুত নয় আবার অন্যদেরকেও ভুল নেতৃত্ব দিচ্ছে যাতে তারাও শ্রীকৃষ্ণের প্রতি আত্মসমর্পণ করতে না পারে। এটাই তাদের কাজ। এই ধরণের মানুষ যারা জনগণকে বিপথে পরিচালিত করছে তারা হচ্ছে দুস্কৃতকারী, দুর্বৃত্ত, প্রতারক, বদমাশ।"
৭১০৪০৭ - মণ্ডপে প্রবচন - বোম্বে