BN/710513 প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু সিডনি
BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু |
"ঠিক যেমন তুমি এই অস্ট্রেলিয়া রাষ্ট্রের নাগরিক , তাই তোমাকে তোমার রাষ্ট্রের আইন মেনে চলতে হবে। তুমি সেটা বদলাতে পারো না। তুমি যদি বলো ," আমার এই আইনের প্রয়োজন নেই " , তাহলে তোমাকে আইন মানতে বাধ্য করা হবে। সরকার আইন পাশ করে। একইভাবে , আমাদের বোঝা উচিত যে ধৰ্ম মানে আমি সেটাকে নিজের মতো পরিবর্তন করতে পারিনা , আর সেটা ভগবান দ্বারা প্রণীত। ধৰ্মং তু সাক্ষাদ্ভগবৎপ্রণীতং (শ্রীমদ্ভাগবত ৬/৩/১৯)। এই সংজ্ঞাটিই বৈদিক সাহিত্যে দেওয়া আছে। তাই এই সংকীর্তন আন্দোলনের মূল উদ্দেশ্য হচ্ছে হৃদয়কে পবিত্র করা। জড়া প্রকৃতির সঙ্গে দীর্ঘ সংস্পর্শে থেকে আমরা চিন্তা করছি যে "ভগবান নেই। ভগবানের সাথে আমার কোনো সম্পর্ক নেই। আমি ভগবানের স্বাধীন। " আমরা এই ভাবেই চিন্তা করছি। কিন্তু এটিই আসল তথ্য নয়। স্থুল জড়া প্রকৃতি খুবই শক্তিশালী। "
|
৭১০৫১৩ - প্রবচন ওয়েসাইড চ্যাপেল - সিডনি |