BN/710622 কথোপকথন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু মস্কো
BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু |
"এখন , এই ভগবতগীতা বলা হয়েছিল পাঁচ হাজার বছর পূর্বে ,আর ভগবতগীতাতে বলা হয়েছে যে ," এই ভগবতগীতা আমি প্রথমে সূর্যদেবকে বলেছিলাম। " তাই তুমি যদি ওই পর্যায়কালের একটা অনুমান কর ,তাহলে সেটা আসে চারশ লক্ষ্য বছর পূর্বে। এখন এই ইউরোপীয় বিদ্বানরা কমপক্ষে পাঁচ হাজার বছর আগেকার ইতিহাস চিহ্নিত করতে পারবে কিনা তা সন্দেহজনক , চারশ লক্ষ্য বছর তাই দূরের কথা। আমাদের কাছে প্রমাণ আছে যে এই বর্ণাশ্রম প্রথা কমপক্ষে পাঁচ হাজার বছর পূর্বেও প্রচলিত ছিল। আর এই বর্ণাশ্রম প্রথার উল্লেখ বিষ্ণু পুরাণেও আছে : বর্ণাশ্রমাচারবতা পুরুষেণ পরঃ পুমান (শ্রীচৈতন্য চরিতামৃত মধ্যলীলা ৮/৫৮)। বর্ণাশ্রমাচারবতা। তাহলে এটির উল্লেখ বিষ্ণু পুরাণে আছে। তাই বর্ণাশ্রম ধৰ্ম কোনো ․․․ আধুনিক যুগের কোনো এক ঐতিহাসিক কালে গণিত নয়। এটি স্বাভাবিক।"
|
৭১০৬২২ - কথোপকথন - মস্কো |