BN/710724b প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু নিউ ইয়র্ক
BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু |
"তো যস্যাত্ম-বুদ্ধিঃ কুনপে ত্রি-ধাতুকে। এটি ... মল, মুত্র, রক্ত, হাড়ের এই থলে, কেউ যদি এমন চিন্তা করে যে মল, মুত্র, রক্ত, হাড় থেকে বুদ্ধি বিকশিত হয়, তাহলে সে একটি বোকা। তুমি কি গবেষণাগারে মল এবং মুত্র এবং হাড় নিয়ে, এগুলোকে মিশিয়ে বুদ্ধিমত্তা তৈরি করতে পারবে, বানাও কিছু বুদ্ধিমত্তা? এটা কি সম্ভব? কিন্তু তারা এমনটা ভাবছে যে, 'আমি এই শরীর।'" |
710724 - শ্রীমদ্ভাগবত ০৬.০১.০৮-১৩ প্রবচন - নিউ ইয়র্ক |