"তো যেসকল মানুষ ভগবানকে অস্বীকার করে, তারা বলে যে, "আপনি কি আমাকে ভগবানকে দেখাতে পারবেন?" আপনি ভগবানকে দেখতে পাচ্ছেন। আপনি অস্বীকার করছেন কেন? ভগবান বলেন যে, "আমি সূর্যালোক। আমি চন্দ্রালোক।" এবং এমন কে আছেন যে সূর্যালোক ও চন্দ্রালোক দেখেননি? সকলে দেখেছেন। সকাল হওয়ার সাথে সাথে, সূর্যালোক উপস্থিত হয়। তো সূর্যালোক যদি ভগবান হন, তাহলে আপনি ভগবানকে দেখেছেন। আপনি অস্বীকার করছেন কেন? আপনি অস্বীকার করতে পারেন না। শ্রীকৃষ্ণ বলেন, রসোহহম্পসু কৌন্তেয় (শ্রীমদ্ভগবদগীতা ৭/৮): "আমি জলের রস।" তো কে জলের রস আস্বাদন করেননি? আমরা প্রতিদিন গ্যালন গ্যালন জল পান করছি। আমরা তৃষ্ণার্ত, এবং যেই সরস আমাদের তৃষ্ণা নিবারণ করে, সেটিই শ্রীকৃষ্ণ।"
|