BN/710804b প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু লন্ডন
BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু |
"শ্রীকৃষ্ণ অর্জুনের কাছে বলছেন যে ময্যাসক্তমনাঃ, "আমি, কৃষ্ণের সাথে যুক্ত হওয়ার জন্য তোমায় তোমার মনকে শিক্ষা দিতে হবে।" প্রকৃতপক্ষে এটিই যোগ পদ্ধতি। আমাদের মন ... মনের দুটি কাজ আছে: কোনকিছু গ্রহণ এবং বর্জন করা। এইটাই। তাই আমাদের মনকে এমনভাবে শিক্ষা দিতে হবে যাতে আমরা স্বাভাবিকভাবেই শ্রীকৃষ্ণের সাথে যুক্ত হতে পারি। এটিকেই বলে ময্যাসক্তমনাঃ। ময়ি, "আমার প্রতি," আসক্ত, "আকর্ষণ," মনাঃ, "মন।" ময্যাসক্তমনাঃ পার্থ, "আমার প্রিয় অর্জুন, যারা আমার সাথে যুক্ত, তুমি শুধু তাদেরই একজন হও।"" |
710804 - শ্রীমদ্ভগবদগীতা ০৭/০১-৩ প্রবচন - লন্ডন |