BN/710807 প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু লন্ডন

BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু
শ্রীকৃষ্ণর সরাসরি প্রকাশ আছে এবং সেই প্রকাশের অংশ প্রকাশ আছে, তার সর্বপ্রথম হচ্ছেন বলদেব, বলরাম । তারপর বালারামের থেকে পরবর্তী অংশ প্রকাশ হচ্ছে চতুর বুহ্য - চারজন সঙ্কর্ষণ , বসুদেব , অনিরুদ্ধ , প্রদ্যুম্ন। এবং সঙ্কর্ষণ থেকে আরো একটি প্রকাশ নারায়ণ। এবং নারায়ণ থেকে আরো একটি প্রকাশ। এবং সঙ্কর্ষণের দ্বিতীয় প্রকাশ হচ্ছে সঙ্কর্ষণ, বাসুদেব , অনিরুদ্ধ , শুধু একজন নারায়ণ নয় কিন্তু অনন্ত নারায়ণ। কারণ বৈকুণ্ঠলোকে , চিন্ময় আকাশে অনন্ত গ্রহ আছে। কত গুলো? কেউ গুনতে পারবেনা। ঠিক তেমনি, অনন্ত ব্রহ্মান্ড আছে। সেটিও কেউ গুনতে পারবেনা। তা সত্ত্বেও এই সব ব্রহ্মান্ড এক সাথে করলেও শ্রীকৃষ্ণের প্রকাশের এক চতুর্থাংশ হয়।
৭১০৮০৭ - প্রবচন শ্রীমদ ভাগবত ০১ .০১ .০১ - লন্ডন