"তুমি যেকোন কর্মের সাথে সংশ্লিষ্ট থাকতে পারো। এটি গুরুত্বপূর্ণ নয়। ঠিক যেমন অর্জুন। অর্জুন একজন সামরিক ব্যক্তিত্ব ছিলেন। তাই তিনি তার যুদ্ধের মাধ্যমে শ্রীকৃষ্ণের সন্তুষ্টি বিধান করেছেন; এবং তাই তিনি বিজয়ী হয়েছেন। তো এটিই হচ্ছে পরীক্ষা। কর্ম বা ধর্মের বহু বিভাগ রয়েছে। কর্ম এবং ধর্ম, সেই একই জিনিস। ধর্ম মানে নির্দেশিত কর্তব্য, এবং কর্তব্য মানে হচ্ছে যেই কাজ করতে হবে। সেটিই কর্ম। তো তুমি বহুবিধ পর্যায়ের কর্মের যেকোন অবস্থানে থাকতে পারো, কিন্তু তুমি যদি তোমার কর্মের মাধ্যমে পরমপুরুষকে সন্তুষ্ট করতে পারো, তাহলে তুমি সফল। অন্যথায় তুমি কর্মবন্ধনে আবদ্ধ হবে।"
|