BN/710811 প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু লন্ডন
BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু |
"ভগবদগীতায় বলা হয়েছে, ভূমির আপো 'নলো বায়ুঃ খং মানো বুদ্ধির এভ চ, ভীন্না মে প্রকৃতির অষ্টধা (BG ৭.৪)। আমি, "এটা আমার।" তাই সবকিছুই কৃষ্ণের, এবং সবকিছু থেকে, কৃষ্ণ আবির্ভূত হতে পারেন এবং আপনার সেবা গ্রহণ করতে পারেন। এটাই দর্শন। তিনি পাথরের মাধ্যমে নিজেকে আবির্ভূত করতে পারেন, কারণ পাথর হল তাঁর শক্তি। ঠিক যেমন যদি বিদ্যুৎ শক্তি চলমান থাকে, তাহলে আপনি যেকোনো জায়গা থেকে বিদ্যুৎ, শক্তি নিতে পারেন।"
৭১০৮১১ - বক্তৃতা ভগবান ৫.৩৭ - লন্ডন |
710811 - প্রবচন BS 5.37 - লন্ডন |