BN/710819 প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু লন্ডন
BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু |
"ঠিক একজন পুরুষের মতো, সে দিনরাত খুব কঠোর পরিশ্রম করে। কিসের জন্য? তার পরিবার, সন্তান এবং স্ত্রীকে ধরে রাখার জন্য। তাই যদি কিছু রস, কিছু রুচি না থাকে, তাহলে সে দিনরাত এত কঠোর পরিশ্রম করতে পারে না। কঠোর পরিশ্রমের মাধ্যমে পরিবারকে ধরে রাখার মধ্যে কিছু স্বাদ আছে। এবং কখনও কখনও আমরা দেখতে পাই যে যার কোন পরিবার নেই, যার কোন পারিবারিক স্নেহ নেই, সে এত কঠোর পরিশ্রম করে না। সে কাজ করতে আগ্রহী নয়। এটি
প্রমাণিত। অতএব বৈদিক সভ্যতায় পারিবারিক জীবন সুপারিশ করা হয় যদি না কেউ বিভ্রান্ত, হতাশ হয়ে পড়ে, কারণ তার পারিবারিক জীবনের প্রতি কোন রুচি নেই। তাই সবকিছুতেই কিছু রস, স্বাদ থাকে। সেই রুচি ছাড়া কেউ বাঁচতে পারে না। এখন এখানে সুপারিশ করা হয়েছে, শ্রীমদ্ভাগবতং রসম আলয়ম। এখানে এমন একটি স্বাদ রয়েছে যা আপনি আপনার জীবনের শেষ অবধি বা মুক্তির বিন্দু পর্যন্ত উপভোগ করতে পারেন।" |
710819 - প্রবচন SB 01.01.03 - লন্ডন |