BN/710903 প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু লন্ডন
BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু |
" তো ভক্তিবিনোদ ঠাকুর , উনি প্রতিদিন ওনার কার্যালয় থেকে আসবার সময় , এবং তার খাবার গ্রহণ করবার পর সঙ্গে সঙ্গে তিনি বিছানায় চলে যেতেন , এবং রাত বারোটার সময় উঠতেন , এবং তিনি গ্রন্থ লিখতেন। তিনি লিখেছেন ,,,, তিনি একশোটি গ্রন্থ রেখে গেছেন। এবং তিনি ভগবান শ্রীচৈতন্যের জন্মস্থানকে খনন করেছেন , সংগঠিত করেছেন কিভাবে তার জন্মস্থানকে বিকশিত করতে হবে , মায়াপুর। আর তার কোন কার্য ছিলোনা। তিনি শ্রীচৈতন্যদেবের তথ্য প্রচার করতে বেরতেন। তিনি পাশ্চাত্য দেশে গ্রন্থ বিক্রি করতেন। তিনি ১৮৯৬ সালে শ্রীচৈতন্যের জীবন এবং কানুন নামক গ্রন্থটি মন্ট্রিয়াল এ ম্যাক-গিল বিশ্ববিদ্যালয়ে বিক্রি করবার প্রচেষ্টা করেছিলেন। তো তিনি খুব ব্যস্ত ছিলেন , আচার্য। একজনের জিনিসগুলো সমন্বয় করা উচিত। এরকম নয় যে , "আমি হলাম গৃহস্থ , গৃহকর্তা , আমি প্রচারক হতে পারবোনা। "
|
৭১০৯০৩ - প্রবচন ভক্তিবিনোদ ঠাকুরের আবির্ভাব তিথি মহোৎসব - লন্ডন |