BN/710907 প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু লন্ডন
BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু |
"কেউ বৃদ্ধ হতে চায় না, সে বৃদ্ধ হচ্ছে। কেউ জন্ম নিতে চায় না... অবশ্যই, এটা অনেক উচ্চতর স্তর। জ্ঞানী, তারা মুক্তি চায়; সেটাও সম্ভব নয়। অন্যথায় কৃষ্ণ কেন বলেন, বহুণাম জন্মনাম আন্তে (BG 7.19)? মৃত্যু বন্ধ করা, জন্ম বন্ধ করা সম্ভব নয় যতক্ষণ না কেউ কৃষ্ণভাবনামৃতিতে আসে। যদি কেউ কৃষ্ণকে ভালোবাসার অবস্থানে না আসে, তাহলে স্বাধীনতার কোন প্রশ্নই ওঠে না। এটাই প্রকৃতির নিয়ম।"
|
710907 - প্রবচন Initiation Excerpt - লন্ডন |