BN/710919 প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু নাইরোবি
BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু |
যদি কেউ আধ্যাত্মিক জীবনে সত্যিই অগ্রসর হতে চায়, তবে তাকে চেষ্টা করতে হবে সমস্ত পাপময় জীবন থেকে মুক্ত হতে — যেষাং ত্বন্তগতং পাপং। অন্যথায়, কৃ্ষ্ণ নিখুঁতভাবে পবিত্র।
পরং ব্রহ্ম পরং ধাম পবিত্রং পরমং ভবান্। (ভগবদ-গীতা ১০.১২) এই কথাটিই অর্জুন এখানে বর্ণনা করেছেন।সুতরাং, যদি আমরা পূর্ণতম-পবিত্রের নিকটে পৌঁছতে চাই, তাহলে প্রথমেই আমাদের নিজেই পবিত্র হতে হবে। এই হরে কৃষ্ণ জপ তোমাকে পবিত্র করে তুলবে; তবে এটি তোমাকে সহায়তা করবে যখন তুমি চারটি বিধিনিষেধ মেনে চলবে। তখন তুমি দ্রুতগতিতে অগ্রসর করবে এবং খুব দ্রুত নিজের আসল গৃহে, ভগবানের নিকটে ফিরে যাবে। এটাই প্রক্রিয়া। |
710919 - প্রবচন on Sri Sri Gurv-astaka - নাইরোবি |