একজন সাধুস্বভাব ব্যক্তির দায়িত্ব প্রজা বা নাগরিকদের রক্ষা করা যাতে তারা জাগতিক এবং পারমার্থিকভাবে সুখী হতে পারে। এটিই সাধুস্বভাব ব্যক্তির অন্যতম দায়িত্ব। এমন নয় যে, "আমি হিমালয়ে গিয়ে নাক টিপবো আর মুক্তি লাভ করব"- এটি সাধুস্বভাব ব্যক্তির কাজ নয়। ইনি সাধুস্বভাব ব্যক্তি নন। সাধুস্বভাব ব্যক্তি মানে তিনি জনগণের মঙ্গলের কথা ভাববেন, প্রকৃত জনকল্যাণ। আর প্রকৃত জনকল্যাণ মানে সমাজের সকল নাগরিক কৃষ্ণভাবনায় ভাবিত হবে, আর তাহলেই তারা জাগতিক এবং পারমার্থিকভাবে সুখী হবে। আমার বক্তব্য হচ্ছে আমাদের কৃষ্ণভাবনামৃত আন্দোলন কোনও স্বার্থপর আন্দোলন নয়। এটি সর্বোত্তম জনহিতকর আন্দোলন। কিন্তু কিছু মানুষ জনহিতকর আন্দোলনের নামে টাকা জোগাড় করে এবং জীবিকা চালায়, কারণ তারা প্রকৃত সাধু ব্যক্তি নয়।
|