পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সাথে আমাদের নিত্য সম্পর্ক বিরাজমান কারণ আমরা সবাই তাঁর অবিচ্ছেদ্য অংশ। ঠিক যেমন পিতা এবং পুত্রের মধ্যে নিত্য সম্পর্ক বিরাজমান। একজন পুত্র তার পিতার বিরুদ্ধে যেতে পারে কিন্তু তাই বলে পিতা এবং পুত্রের সম্পর্ক যেমন নষ্ট হয় না,ঠিক তেমনই আমরা শ্রীকৃষ্ণের সাথে নিত্য সম্পর্কযুক্ত। যেকোন ভাবেই হোক না কেন আমরা তা ভুলে গেছি। এটিই আমাদের বর্তমান অবস্থা যাকে বলা হয় মায়া। মায়া মানে শ্রীকৃষ্ণের সাথে সম্পর্কের কথা ভুলে গিয়ে অন্য সম্পর্ক স্থাপন করা। এখন এই মুহূর্তে আমি ভাবছি,"আমি ভারতীয়" অন্য কেউ ভাবছে,"আমি আমেরিকান" আবার কেউ ভাবছে,"আমি হিন্দু" আবার অন্য কেউ ভাবছে,"আমি মুসলিম" এই সব সম্পর্কগুলোই মিথ্যা যা মায়া।
|