"জড় প্রকৃতির নিয়মের ভিতর আমারা আটকা পড়ে আছি এবং আমাদের কর্ম অনুসারে আমারা বিভিন্ন ধরনের দেহ প্রাপ্ত হচ্ছি এবং এক দেহ থেকে অন্য দেহে স্থানান্তরিত হচ্ছি। একবার যখন আমাদের জন্ম হয়,আমরা কিছু সময়ের জন্য বাঁচি,আমাদের শরীরের বৃদ্ধি হয়,তারপর আমারা বংশবৃদ্ধি করি,তারপর শরীরটি ক্ষয়প্রাপ্ত হয় এবং সবশেষে শরীরটি ধ্বংস হয়। এই ধ্বংস হওয়া বা বিলুপ্ত হওয়া মানে আরেকটি নতুন শরীর গ্রহণ করা। আবার এই শরীরটি বৃদ্ধি হতে থাকে,কিছু সময় স্থির হয়,বংশবৃদ্ধি ঘটে,আবার ক্ষয়প্রাপ্ত হয় এবং পরিশেষে ধ্বংস হয় বা বিলুপ্ত হয়। এই চলছে।"
|