BN/720312 কথোপকথন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু বৃন্দাবন
BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু |
প্রভুপাদঃ একটি বই আছে, একোয়ারিয়ান গস্পেল। আমি তা পড়েছি, সেখানে একটি গ্রীক ভাষার শব্দ রয়েছে, কৃষ্টো... কখনও কখনও আমরা 'কৃষ্ণ' বলি না, আমরা বলি কৃষ্ট। ড. কাপুর: কৃষ্ট, হ্যাঁ, বিশেষ করে বাংলায়। প্রভুপাদ: সুতরাং এই কৃষ্ট শব্দটির অর্থ হচ্ছে রঞ্জিত। শ্রীকৃষ্ণের মুখমণ্ডল রঞ্জিত। এবং ভালবাসাও। আর এই কৃষ্ট উপাধিটি যীশুকে তাঁর ভগবৎ প্রেমের কারণে দেয়া হয়েছিল। তাই সার্বিক বিচারে সিদ্ধান্ত হচ্ছে এই যে কৃষ্ণ বা কৃষ্ট শব্দের অর্থ হচ্ছে 'ভগবৎ প্রেম'।" |
৭২০৩১২ - কথোপকথন - বৃন্দাবন |