"বৈদিক শাস্ত্র অনুযায়ী ভগবান অবতীর্ণ হন এবং তিনি নিজেই বর্ণনা করেছেন যে তিনি কেন অবতীর্ণ হনঃ যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি (গীতা ৪/৭)। যখনই ধর্মনীতি পালনে গ্লানি চল আসে, তিনি আসেন। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি, অভুত্থানধর্মস্য। যখনই ধর্মের গ্লানি হয়, তখনই অধর্মের অভ্যুথান ঘটে। সেটি স্বাভাবিক। যখনই সরকার শিথিল থাকবে, দুর্বৃত্তদের উৎপাত বাড়বেই। সেটিই স্বাভাবিক। আর সরকার যদি অত্যন্ত কঠোর হয়, তাহলে দুর্বৃত্ত বদমাশরা বাড়তে পারে না। তাই যখন শ্রীকৃষ্ণ আসেন, তাঁর দুটো কাজ থাকেঃ পরিত্রাণায় সাধুনাম্ বিনাশায় চ দুষ্কৃতাম্ (গীতা ৪/৮) - সাধুদের, বিশ্বাসীদের সুরক্ষা দেয়া আর অসুরদের বিনাশ করা।"
|