BN/720428 প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু টোকিও
BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু |
"বৈকুন্ঠে বিশাল, সম্মানের ভাব, 'এই যে ভগবান'। কিন্তু বৃন্দাবনে এরম সম্মানের ভাব নেই, শ্রীকৃষ্ণ এবং গোবালকেরা, গোপীরা, কিন্তু খুব, খুব গভীর প্রেম। কৃষ্ণের প্রতি প্রেমের জন্য তারা তাকে অমান্য করতে পারেনা। বৃন্দাবনে, গোলক বৃন্দাবনে তারা শ্রীকৃষ্ণকে অমান্য করতে পারেনা, শ্রীকৃষ্ণ কত প্রেমময়। তারা সব দিয়ে দিতে পারবে। সেখানে সম্মানের ব্যাপার নেই, কারণ তারা জানেনা শ্রীকৃষ্ণ ভগবান কি না। তারা জানে, 'শ্রীকৃষ্ণ আমাদের মত, আমাদের একজন'। কিন্তু শ্রীকৃষ্ণের প্রতি তাদের শ্রদ্ধা এবং ভালোবাসা এত বেশি যে তাকে ছাড়া তারা মৃত। কোন জীবন নেই। "
|
৭২০৪২৮- প্রবচন শ্রীমদ্ভাগবত ০২.০৯.১০- টোকিও |