"'আমার প্রিয় প্রভু, আমি নিজের জন্য উদ্বেগ নয়, কারণ আমি সেই জিনিসটা পেয়েছি। আমার কোন সমস্যা নেই কিভাবে এই অজ্ঞানতা পার করা নিয়ে অথবা কিভাবে বৈকুণ্ঠনাথ যাওয়া যায় বা মুক্তি পাওয়া যায়। এই সব সমস্যার সমাধান হয়ে গেছে।' কেন? কি করে তার সমাধান হয়েছে। তদ্ বীর্য-জ্ঞান-মহামৃত-মগ্না-চিত্ত : কারণ আমি সব সময়ে তোমার লীলায় মহিমান্বিত করতে ব্যস্ত, তো আমার সব সমস্যার সমাধান হয়ে গেছে। তালে তোমার সমস্যা কি? সমস্যা হলো সচে: ' আমি বিলাপ করছি।' সচে তত বিমুখ- চেতস,' যারা আপনার বিমুখ। আপনার বিমুখ হয়ে, তারা অনেক কঠোর পরিশ্রম করছে', মায়া সুখায়া, ' তথা কথিত সুখের জন্য, এই মুর্খেরা। তো আমি তাদের জন্য শুধু মাত্র বিলাপ করছি। ' এই হলো আমাদের বৈষ্ণব তত্ত্ব। যে ব্যক্তি ভগবান শ্রী কৃষ্ণের চরণে আশ্রয় গ্রহণ করেছেন, তার কোন সমস্যা নেই। কিন্তু তার একটাই সমস্যা হলো এই মূর্খদের কি ভাবে এই কঠোর পরিশ্রম থেকে মুক্তি দেবে, শ্রী কৃষ্ণকে ভুলে গিয়ে। সেটাই হলো সমস্যা।"
|