BN/720604b কথোপকথন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু মেক্সিকো
BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু |
ভদ্রলোক: শ্রীকৃষ্ণ এই জগৎ কেন তৈরী করেছেন?
প্রভুপাদ: কারণ তিনি সৃষ্টিকর্তা । ভগবান, তাকে সৃষ্টিকর্তা বলা হয়। তিনি অনেক কিছু তৈরী করেছেন, তোমাকেও তৈরী করেছেন তিনি। তুমিও তৈরী করছ। তোমরা বৈজ্ঞানিকেরা, তোমরাও কত কিছু তৈরী করছ। তৈরী করবার এই শক্তিটা আছে তোমার। ইলেক্ট্রিসিয়ান সে ইলেকট্রিক পাখা, ইলেকট্রিক লাইট, ইলেকট্রিক হিটার, ইলেকট্রিক বস্তু তৈরী করছে। এটা ইলেক্ট্রিসিয়ানের কাজ। ভগবান হচ্ছেন পরম। তার শক্তি আছে সৃষ্টি করবার। তিনি একাধিক হয়ে যাচ্ছেন সৃষ্টির করবার মাধ্যমে। অনেক, যখন বৈচিত্র আছে, মানে সৃষ্টি আছে। সুতরাং এটাও তার একটি সৃষ্টি। সৃষ্টির দরকার ছিল, তাই তিনি সৃষ্টি করেছেন। কিছু জীব আনন্দ করতে চেয়েছিল, তাই জগৎ তৈরী করবার প্রয়োজন হল। তারা শ্রীকৃষ্ণের সেবা করতে চায়নি। সুতরাং যাতে তারা, এই জগতে আনন্দ করতে পারে।
|
৭২০৬০৪ - কথোপকথন সি - মেক্সিকো |