BN/720701 প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু সান ডিয়েগো
BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু |
"শ্রীকৃষ্ণ সবার জন্য আছেন। এরম ভেবোনা যে শ্রীকৃষ্ণ, ইংরাজি ডিক্শনারিতে বলা আছে, 'শ্রীকৃষ্ণ হচ্ছেন হিন্দুদের ভগবান'। তিনি হিন্দু নন, তিনি মুসলমান বা ক্রিষ্টান নন। তিনি ভগবান। ভগবান হিন্দু বা মুসলিম বা ক্রিষ্টান নন। এটা দেহগত পদ নয়, আমি হিন্দু, তুমি ক্রিষ্টান। এই দেহটি ঠিক একটা পোশাকের মত। তোমার কালো কোট, অন্যকারোর সাদা কোট। তার মানে এই নয় যে আমরা ভিন্ন আমাদের কোট বা শার্টের জন্য। মানুষ হিসেবে, আমরা প্রত্যেকেই ভগবানের সন্তান। আমরা এক। এটাই আমাদের ধারণা। বর্তমানে, এই পৃথিবীকে এই কোট আর শার্টের ভিত্তিতে ভাগ করা হচ্ছে। এটা না। এটা ঠিক না। আসলে ভগবান এই গোটা বিশ্ব বা ব্রম্যান্ডের মালিক। এটা কৃষ্ণভাবনামৃত।"
|
৭২০৭০১ - প্রবচন হরে কৃষ্ণ উৎসবে - সান ডিয়েগো |