BN/721012 প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু ম্যানিলা
BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু |
"যে ব্যক্তি উত্তেজিত হয়না, সে ধীর। তা যখন কারোর পরিবারে কেউ গত হয়, সে বলে 'আমার বাবার নেই','আমার বোন নেই','আমার স্ত্রী'... কিন্তু কেউ যদি ধীর হয়, তাহলে সে বিভ্রান্ত হবেনা। ঠিক যেমন যখন তোমার বাবা বা বন্ধু এক বাড়ি থেকে আরেক বাড়িতে চলে যায়, কে বিভ্রান্ত হয়? না, তা ঠিক আছে। সে এতদিন এই বাড়িতে ছিল, এখন অন্য বাড়িতে গেছে, এতে বিভ্রান্ত বা বিচলিত হওয়ার কি আছে? তেমনি যখন কেউ এক দেহ থেকে আরেক দেহে দেহান্তরিত হওয়ার কথা জানবে, সে পরিবারের সদ্যসের বা বন্ধুর মৃত্যুতে বিচলিত হবেনা। সে সব জানে, সাস্ত্রের আঁধারে সে জানে তার বন্ধু কোথায় গেছে।"
|
৭২১০১২ - প্রবচন ভগবদ্গীতা ০২.১৩ - ম্যানিলা |