BN/721027 প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু বৃন্দাবন
BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু |
"একজন ভক্ত, শ্রীচৈতন্য মহাপ্রভুর কাছে আবেদন করলেন, 'হে ভগবান, আপনি এসেছেন, দয়া করে এই জগতের সকলকে উদ্ধার করুন, আর যদি এরা এতই পাপী হয়, তাহলে তাদের সব পাপ আমাকে দিন আর তাদের মুক্ত করুন।' এটা বৈষ্ণবের মনোভাব। 'ভগবানের কৃপায় অন্যরা উদ্ধার হয়ে যাক; আমি নরকে যন্ত্রনা ভোগ করব। বৈষ্ণবের মনোভাব হল, 'আমি নরকে যন্ত্রনা ভোগ করব, অন্যরা উদ্ধার হয়ে যাক'। পতিতানম পাবনেভ্যঃ বৈষ্ণবেভ্যঃ নাম নমঃ (মঙ্গলাচরণ ৯)। বৈষ্ণবের কাজ হচ্ছে সবাইকে উদ্ধার করা।" |
৭২১০২৭ - প্রবচন শ্রীমদ্ভাগবত ০১.০২.১৬ - বৃন্দাবন |