BN/721205 প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু আহমেদাবাদ
BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু |
"বর্তমানে, আমরা টেবিল চেয়ারে খাচ্ছি বলে ভাবছি আমরা উন্নতি করেছি। এটা আমাদের ভুল ধারণা। কোন প্রগতি নেই। খাওয়া, খাওয়ার কি উপকারিতা, পশুরা যা খাচ্ছে মানুষ তাই খাচ্ছে, একই। আত্মা আর শরীরকে একসাথে রাখবার জন্য খাওয়া। খাওয়ারের পদ্ধতিতে উন্নতি করা মানে, সভ্যতার প্রগতি নয়। নিদ্রা ব্যবস্থার উন্নতি করা মানে, সভ্যতার প্রগতি নয়। তেমনি, যৌনক্রিয়ায় উন্নতি করা মানে, সভ্যতার প্রগতি নয়। বা প্রতিরোধ ক্ষমতার বৃদ্ধি, এটম বোমা আবিষ্কার করা শত্রুদের হত্যা করবার জন্য, এটা সভ্যতার প্রগতি নয়। প্রগতি মানে তুমি আত্মার সন্মন্ধে কি জানো আর আত্মার চরম উদ্যেশ্য কি, কি করে আত্মা এক দেহ থেকে অন্য দেহে প্রত্যাবর্তন করছে।"
|
৭২১২০৫ - প্রবচন রোটারি ক্লাব - আহমেদাবাদ |