"কৃষ্ণ অসীম। যখন আপনি কৃষ্ণের সাথে তাঁর রাস নৃত্যে গোপী,বা গোপাল ছেলে হিসাবে যোগদান করেন, তখন তাঁর সাথে খেলুন, অথবা তাঁর পিতা ও মাতা হন, যশোদা, নন্দ মহারাজ, যশোদা-রানি, অথবা তাঁর ... দাস হয়ে যান, অথবা জলের মতো হয়ে যান, যমুনা, অথবা বৃন্দাবনে ভূমি এবং গাছ বা ফল বা ফুল, যে কোনো উপায়ে, অথবা গরু বাছুর ... কৃষ্ণের সাথে যোগ দিন। তাহলে আপনি আনন্দ পাবেন, আসল আনন্দ। আনন্দময়'বিভাসত্ (বেদান্ত সূত্র ১/১/১২)। সচ্চিদানন্দ বিগ্রহ (ব্রহ্মসংহিতা ৫/১)। সমস্ত ভগবতামে এটিই বর্ণনা, কিভাবে কৃষ্ণের সহযোগীরা জীবন উপভোগ করছে। কৃত পূণ্য কুঞ্জহ্ (শ্রীমৎভাগবত ১০/১২/১১)। শুকদেব গোস্বামী বললেন, 'এই ছেলেরা যারা কৃষ্ণের সাথে খেলছে, ওহ, তারা সাধারণ ছেলে নয়'। কৃত পূণ্য কুঞ্জহ্ :'তারা লক্ষ লক্ষ এবং শতকোটি জন্মের জন্য ধর্মীয় কার্যকলাপের প্রভাব সংগ্রহ করেছে। এখন তারা কৃষ্ণের সাথে খেলতে এসেছে। তাই সেই সুযোগ আছে ভক্তি-যোগে। কৃষ্ণ আপনাকে ফিরিয়ে নিতে উদ্বিগ্ন। আপনি কেন সময় নষ্ট করছেন, অর্থনৈতিক উন্নয়ন? "
|