নায়াং দেহে দেহভজং নৃলোকে কষ্টান্ কামানহৃতে বিদ্ভূজাম্ যে (শ্রীমৎভাগবত ৫/৫/১)। এই দিন বা রাতে, আমরা এত কঠোর পরিশ্রম করি, কিন্তু লক্ষ্য কি? লক্ষ্য হল ইন্দ্রিয়কে সন্তুষ্ট করা। সারা বিশ্বে, বিশেষ করে পশ্চিমা দেশে এই লোকদের জিজ্ঞাসা করুন।তারা অনেক পরিকল্পনা করছে। গতকাল, যখন আমরা বিমানে আসছিলাম, পুরো দুই ঘন্টা একজন লোক কাজ করছিল, কিছু হিসাব করছিল। তাই সবাই ব্যস্ত, খুব, খুব ব্যস্ত, কিন্তু আমরা যদি তাকে জিজ্ঞাসা করি, 'তুমি এত পরিশ্রম করছ কেন? লক্ষ্য কি? ' লক্ষ্য, ইন্দ্রিয় তৃপ্তি ছাড়া তার আর কিছু বলার নেই। এখানেই শেষ. তার আর কোন লক্ষ্য নেই। তিনি হয়তো ভাবতে পারেন যে 'আমি একটি বড় পরিবার পেয়েছি, আমাকে তাদের বজায় রাখতে হবে,' অথবা 'আমার অনেক দায়িত্ব পেয়েছে'। কিন্তু সেটা কি? এটি কেবল ইন্দ্রিয় তৃপ্তি। "
|