BN/730918 কথোপকথন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু বোম্বে
BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু |
"ঠিক যেমন কোট আর শার্ট। কোটের হাতা আছে। কিন্তু সেটা হাত নয়। আসল হাতটা কোটের মধ্যে আছে। সুতরাং কোটের হাত নেই। তাহলে কোটের চেতনার কোন প্রশ্ন নেই? তেমনি, এই জড়দেহ কেবল মাংসের দলা। পুতুলের মত। ঘাস দিয়ে পুতলের হাত, পা বানানো হয়, তারপর প্লাস্টার করে তাকে সুন্দর লাগে। আমাদের হাত এবং পা আছে, আর এই জড়বস্তু হচ্ছে প্লাস্টার। অর্থাৎ যখন আসল হাত এবং পা চলে যায়, এই হাত পায়ের কোন মূল্য থাকেনা; এরা কেবল মাংসের দলা। তাই কেউ যদি মনে করে,'আমি এই দেহ', সে মূর্খ। তুমি যদি মনে কর, তুমি তোমার শার্ট, কোট, তাহলে তুমি মূর্খ।"
|
৭৩০৯১৮ - কথোপকথন - বোম্বে |