BN/730927 প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু বোম্বে
BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু | |
"আমরা মাঝে মাঝে নিজেদের বিবেক দিয়ে চিন্তা করি। বিবেক বলছে, 'না এটা করোনা।' কিন্তু আমরা তাও করি । আমরা তাও করি...এটা হচ্ছে আমাদের অবিদ্যা। কারণ আমরা জানিনা, আমরা অন্ধকারে আচ্ছন্ন, পরমাত্মা আছেন, পরমাত্মা বারণ করছেন,'এটা করোনা' তাও আমরা করবো | |
[[ একে বলে অনুমন্ত। আমরা পরমাত্মার ইচ্ছা ছাড়া কিছুই করতে পারিনা। কিন্তু যখন আমরা জোর করি, 'আমি করবই'। তখন তিনি বলেন, "ঠিক আছে, করো, কিন্তু পরে তুমি সমস্যায় ভুগবে।" | Vanisource:730927 - Lecture BG 13.04 - Bombay]] |