BN/730929 প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু বোম্বে
BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু |
"তো এই সমগ্র পৃথিবী পঞ্চভূতের তৈরী, জড়বস্তু। এটি শ্রীকৃষ্ণের সম্পত্তি। আমরা কি করে দাবি করতে পারি,'এটা আমার'? এটা বিভ্রান্তি। আমরা বলছি, 'এটা আমেরিকার, ওটা ভারতের','সেটা পাকীস্তানের' কিন্তু আমরা জানিনা কোন জাগায় কারোর নয়; সবকিছু শ্রীকৃষ্ণের। বাস্তবিক ভাবেও যদি ধরে নেই সবটা ভগবানের, এবং আমরা তার সন্তান, আমাদের অধিকার কাছে পিতার সম্পত্তিতে, আমরা এগুলো ব্যবহার করতে পারি। কিন্তু সমস্যা হচ্ছে, আমরা দাবি করি, 'এটা আমার ওটা তোমার'। কিন্তু আমরা বলছিনা সমস্তটা ভগবানের।"
|
৭৩০৯২৯ - প্রবচন ভগবদ্গীতা ১৩.০৬-৭ - বোম্বে |