BN/731022 প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু বোম্বে
BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু |
"পরবর্তী শরীর আমি আমার কর্ম অনুযায়ী পাব। কিন্তু যদি আপনি এই দেহে, এই মানবদেহে কৃষ্ণ সচেতন হন, এবং যদি আপনি কৃষ্ণ কি তা বোঝার চেষ্টা করেন, তাহলে ত্যক্তা দেহং পুনর্জন্ম নৈতি (শ্রীমদ্ভগবদ্গীতা ৪/৯),তারপর এই দেহ ত্যাগ করার পর, আপনি অন্য বস্তুগত শরীর গ্রহণ করবেন না। এটিই কৃষ্ণভাবনামৃত আন্দোলন। আমরা মানুষদের কৃষ্ণ সচেতন হওয়ার জন্য শিক্ষিত করার চেষ্টা করছি, যাতে তাকে অন্য বস্তুগত শরীর গ্রহণ করতে না হয়। " |
৭৩১০২২ - প্রবচন শ্রীমদ্ভগবদ্গীতা ১৩/২৩ - বোম্বে |