BN/731025 প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু বোম্বে
BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু |
"আমাদের উদ্যেশ্য খুব বর, শ্রেষ্ঠ সমাজ সেবা। অন্য সমাজ সেবা তারা গোখরা রাখে এবং বর বর প্রতিশ্রুতি দেয়। না, আমরা এরম বলিনা। আমাদের উদ্যেশ্য লোকেদের বলা, তোমরা দেহ নও, তোমরা আত্মা। পরআত্মা আছেন, একই দেহে আত্মা এবং পরআত্মা আছে। পরআত্মা কেবল দেখছে আর আত্মা কার্য করছে। তার কর্ম অনুযায়ী, সে বিভিন্ন দেহ পাচ্ছে। এইভাবে সে বারবার জন্ম গ্রহণ করছে আর মৃত্যু বরণ করছে। এই জন্ম মৃত্যুর চক্রকে বন্ধ করতে হবে। এটাই জীবনের সফলতা। এটাই সাফল্য।"
|
৭৩১০২৫ - প্রবচন ভগবদ্গীতা ১৩.২৬ - বোম্বে |