BN/731101c প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু দিল্লী

BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু
"ঠিক যেমন যখন আমি আমার গুরুদেবকে প্রথমবার দর্শন করেছিলাম- আমার বন্ধু নিয়ে গেছিল আমায়- আমার প্রথম কথা ছিল- 'যিনি সঠিক ব্যক্তি যিনি শ্রীচৈতন্য মহাপ্রভুর শিক্ষা প্রচার করতে পারবেন', আমি বলেছিলাম। এবং তিনিও বললেন, 'পাশ্চাত্যদেশে প্রচারের জন্য তুমি সঠিক ব্যক্তি।' এই ভাবে আমি তার প্রশংসা করলাম এবং তিনি আমার। সেটা আমাদের প্রথম সাক্ষাৎ। আমার এক বন্ধু নিয়ে গেছিলো আমায়, সে আমার মতামত জিজ্ঞাসা করেছিল, এবং, ইনি শ্রীচৈতন্য মহাপ্রভুর বাণী বিশ্বব্যাপী প্রচার করবার জন্য সঠিক ব্যক্তি।' তিনি করছেন, আমি আর কে। তিনি সব করছেন। সুতরাং সঠিক জিনিস সঠিক লোকের হাতে পড়েছে, তোমরা সবাই খুব আন্তরিক। এমন ভাবে থাকো যে যেখানেই যাবে, তোমরা অনন্য হবে।"

৭৩১১০১ - কথোপকথন বি - দিল্লী