BN/731104b কথোপকথন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু দিল্লী
BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু |
"ভগবানে কেউ বিশ্বাস করেনা। ভগবান কি জিনিস জানেও না। যে ওনার একটা আকার আছে... মহিলা: যদি ভগবানকে মানেও, তা শুধু অর্থের লোভে, হে ভগবান, আমাকে ধন দেও। তাহলে তিনি অর্ধ্যেক দেবেন।
প্রভুপাদ: যদি কেউ অর্থের জন্যও ভগবানের কাছে যায়, তাহলেও তা ভালো। এবং যারা ভগবানে বিশ্বাস করেনা, ভগবান নেই, আকার নেই, তারা নিকৃষ্ট, নাস্তিক। ভগবানের কাছে দুঃখ নিবারণ করতে, টাকা চাইতে কে যায়, বলা হয়েছে আর্ত, অথার্তি। আর্ত মানে যে দুঃখে আছে, এবং যদি সে পুণ্যবান হয়, সে নিশ্চই ভগবানের কাছে যাবে। হে ভগবান আমি কত কষ্ট উপভোগ করছি, দয়া করে আমাকে কৃপা করুন। সেটা খারাপ নয়। সে ভগবানের কাছে যাচ্ছে। সে ভগবানকে মানে।"
|
৭৩১১০৪ - কথোপকথন - দিল্লী |