BN/731106 প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু দিল্লী
BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু |
"যখন তুমি ভগবানের প্রেমময়ী সেবায় নিযুক্ত হবে, যা জিহ্বা দিয়ে শুরু হয়, সেবনমুখে হি জিহবাদও, হরে কৃষ্ণ মহামন্ত্র জপ এবং শ্রীকৃষ্ণের প্রসাদ ভক্ষণ করলে, এইভাবে, ধীরে ধীরে, তুমি পবিত্র হবে, এবং বুঝতে পারবে শ্রীকৃষ্ণ কি। তিনি প্রকাশ করবেন। শ্রীকৃষ্ণ প্রকাশ করেন।"
|
৭৩১১০৬ - প্রবচন শ্রীমদ্ভাগবত ০২ .০১ .০৩ - দিল্লী |