BN/740131 প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু হংকং
BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু |
"কিকরে পরম সত্য কে জন্য - এটি প্রকৃত শিক্ষা । তবে বিশ্ববিদ্যালয় তারা এই শিক্ষা দিচ্ছে যে, কেমন করে খেতে হয়, কেমন করে ঘুমাতে হয় । তার কত সমস্ত খাদ্য দ্রব্য উৎপাদন করছে , বিভিন্ন ধরনের খাদ্য দ্রব্য , যদিও ভগবান এই মানবজাতির জন্য অপরিসীম খাদ্য দ্রব্য দিয়েছেন । যেমন এই ফলগুলি , এগুলো মানুষের জন্য তৈরি । এগুলি কুকুর বেড়ালের খাদ্য নয়। এগুলো মানুষের জন্য তৈরি। তো এক বহুনাম বিদধতি কামান (কথা উপনিষদ ২।২।১৩) । কৃষ্ণ, পরম পুরুষোত্তম ভগবান এগুলো সরবরাহ করেছেন । তিনি সবার জন্য অতন্ত্য খাদ্যদ্রব্য যোগান দিচ্ছেন। তেনা তেয়াকতেনা ভুঞ্জীথাঃ (ঈশোপনিষদ ১) । সেখানে ভাগ রয়েছে । শুকরের জন্য, ভিস্টা হচ্ছে খাদ্য , এবং মানুষের জন্য খাদ্য হচ্ছে - ফল, ফুল, শস্য , দুধ, চিনি । তো যেমন ভগবান নির্ধারণ করেছেন , তোমরা সেটুকুই ব্যবহার করো খাদ্যের জন্য । খাওয়া তো দরকার । তাহলে তোমার জীবন সার্থক। "
৭৪০১৩১ - প্রবচন ভাগাভড গীতা - ০৭।০১।৫ - হং কং |
740131 - প্রবচন BG 07.01-5 - হংকং |