"ব্যাসদেব, তিনি তাঁর পারমার্থিক গুরুদেব নারদ মুনির নির্দেশে ভক্তিযোগে ধ্যান করে পরম পুরুষোত্তম ভগবানের দর্শন লাভ করেছিলেন। অপশ্যাত পুরুষং পূর্ণম। পূর্ণম মানে সম্পূর্ণ। তো আমরাও পুরুষ, জীবন্ত সত্ত্বা। পুরুষ মানে ভোক্তা। তাই আমরাও ভোগ করার চেষ্টা করছি, কিন্তু আমরা অসম্পূর্ণ, সম্পূর্ণ নই। আমাদের ভোগ করার প্রচুর বাসনা রয়েছে। কিন্তু আমরা তা পারিনা, কারণ আমরা অসম্পূর্ণ, বিদ্যাপতি রচিত একটি গান রয়েছে যে, তাতল সৈকতে বারি বিন্দু সম (শ্রীল বিদ্যাপতি ঠাকুর)। তাতল সৈকত। উত্তপ্ত বালুকা তটে তোমার প্রচুর পরিমাণ জলের প্রয়োজন। কিন্তু কেউ যদি তোমাকে বলে। 'হ্যাঁ' আমি তোমাকে জল দিব, 'দাও আমাকে কিছু জল দাও।' 'না এক বিন্দু মাত্র।' তাহলে সেটা আমাকে সন্তুষ্ট করতে পারবে না। সুতরাং আমাদের অসংখ্য বাসনা রয়েছে। যেগুলো জীবনের তথাকথিত জাগতিক উন্নতির দ্বারা পূর্ণ করা সম্ভব নয়। এটি অসম্ভব।"
|