BN/740614 প্রাতঃ ভ্রমণ - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু প্যারিস
BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু |
পরমহংসঃ এটা মনে হচ্ছে যে আমরা কৃষ্ণভাবনামৃত আন্দোলনকে এগিয়ে নিয়ে যাবার জন্য যতবেশী সংগ্রাম করছি, মায়া ততবেশী সমস্যার সৃষ্টি করছে এই পথে আমাদেরকে থামানোর জন্য।
প্রভুপাদঃ অবশ্যই। যখনই তুমি শক্তিশালী হয়ে উঠবে, তখনই তোমার অনেক শত্রু বৃদ্ধি পাবে। এটাই স্বাভাবিক সেইজন্য আমি গতকাল রাতে বলেছিলাম 'যদি ভগবান সম্বন্ধীয় কোন উপলব্ধি না থাকে তাহলে কিসের ধর্ম? (মৃদু হাসি)। তারা প্রতারণা করছে। ভগবান সম্বন্ধীয় জ্ঞান ছাড়া কোন ধর্মীয় ধারণাই হতে পারে না।" |
৭৪০৬১৪ - প্রাতঃ ভ্রমণ - প্যারিস |