BN/741119 প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু বোম্বে
BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু |
"জ্বর থেকে সেরে উঠার জন্য...... ধর কেউ জ্বরে ভুগছে, তাই তাকে ঔষধ দেয়া হলো তো জ্বর সেরে গেল, আর জ্বর নেই। এতটুকুই যথেষ্ট নয়। তোমার শক্তি ফিরে পেতে হবে, রুচি ফিরে পাওয়া উচিৎ এবং স্বাভাবিক জীবনে ফিরে আসতে হবে। এটিই হচ্ছে রোগের যথাযথ নিরাময়। একইভাবে ব্রহ্ম-সিদ্ধ, এটা উপলব্ধি করা যে "আমি হচ্ছি চিন্ময় আত্মা, এটাই যথেষ্ট নয়। তোমাকে চিন্ময় কার্যকালাপে যুক্ত হতে হবে। আর এটি হচ্ছে ভক্তি।" |
৭৪১১১৯ - শ্রীমদ্ভাগবতম প্রবচন ০৩.২৫.১৯ - বোম্বে |