BN/741122 প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু বোম্বে

BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু
"সুতরাং তুমি যদি প্রকৃতঅর্থেই তোমার সর্বস্ব, তোমার জীবন সমর্পণ কর.....প্রাণৈরর্থৈর্ধিয়া বাচা (শ্রীমদ্ভাগবতম ১০.২২.৩৫)। তুমি তোমার জীবন, তোমার সম্পদ উৎসর্গ করতে পার-প্রাণ, অর্থ। তুমি তোমার বুদ্ধিকে উৎসর্গ করতে পার। প্রত্যেকেই বুদ্ধিমান। যদি সে এগুলো উৎসর্গ করে......তাহলে এটাকে বলা হয় যজ্ঞ। তুমি কিছু বুদ্ধি প্রাপ্ত হয়েছো। কিভাবে সুন্দর করে নিজের ইন্দ্রিয়ের পরিতৃপ্তি বিধান করা যায়, এ ব্যাপারে প্রত্যেকেরই বুদ্ধি রয়েছে। এমনকি একটি পিঁপড়াও জানে কি করে তার ইন্দ্রিয়ের পরিতৃপ্তি বিধান করা যায়। তাই আমাদেরকে এটি উৎসর্গ করতে হবে। নিজের ইন্দ্রিয় তৃপ্তির সাধনের চেষ্টা কর না বরং শ্রীকৃষ্ণের ইন্দ্রিয় পরিতৃপ্তি সাধনের চেষ্টা কর, তাহলেই তুমি নির্ভুল হবে।"
৭৪১১২২ - শ্রীমদ্ভাগবতম প্রবচন ০৩.২৫.২২ - বোম্বে