BN/741208 প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু বোম্বে

BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু
"প্রকৃতে ক্রিয়মানানি গুণৈঃ (শ্রীমদ্ভাগবদ্গীতা ৩.২৭)...আমরা মায়ার তৈরি একটা যন্ত্রের মধ্যে রয়েছি এবং যতদিন আমরা এই যন্ত্রটির মধ্যে থাকব, যন্ত্রটি বৃদ্ধ হবে এবং আমাদেরকে অন্য একটি যন্ত্রের জন্য এই পুরাতন যন্ত্রটি ত্যাগ করতে হবে। এটাই চলবে। আর এটাকে বলা হয় জন্ম-মৃত্যু। অন্যথায় তোমার এবং আমার কোন জন্ম-মৃত্যু নেই। ন জায়তে ন মৃয়তে বা কদাচিদ। আত্মা বা ব্রহ্ম কখনো জন্ম নেয় না বা মৃত্যুবরণ করেনা। আমরা শুধু এই দেহরূপ যন্ত্রটা পরিবর্তন করি মাত্র। ন হন্যতে হন্যমানে শরীরে (শ্রীমদ্ভাগবদ্গীতা ২.২০)।"
৭৪১২০৮ - শ্রীমদ্ভাগবতম প্রবচন ০৩.২৫.৩৯-৪০ - বোম্বে