"শ্রীকৃষ্ণ যখন এই ধরাধামে আবির্ভূত হয়েছিলেন তখন গর্গমুনি তাঁর কোষ্ঠী গণনা করে নন্দ মহারাজকে বললেন যে, 'তোমার এই পুত্র......' Idānīṁ kṛṣṇatāṁ gataḥ. Śuklo raktas tathā pīta idānīṁ kṛṣṇatāṁ gataḥ (শ্রীমদ্ভাগবতম ১০.৮.১৩): 'আপনার পুত্র পূর্বে শ্বেতবর্ণের ছিল।' সাদা বর্ণের......অনেক সময় সমালোচকরা আমাদের সমালোচনা করে বলে যে, 'শ্রীকৃষ্ণ তো সব জায়গায় কাল, তোমাদের মন্দিরের কৃষ্ণ সাদা কেন?' কিন্তু এখানে বলা হয়েছে যে śukla, śuklo raktas tathā pīta idānīṁ kṛṣṇatāṁ gataḥ: 'আপনার পুত্রের আরো অনেক বর্ণ ছিল, সাদা, লাল আর হলুদ এবং এখন তিনি কাল বর্ণ ধারণ করেছেন'।"
|