BN/750726 প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু লাগুনা বীচ্‌

BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু
"যদি আমি না জানি যে আমার গন্তব্য কোথায় এবং সেই অনুসারে পূর্ণ গতিতে আমার গাড়ি না চালাই, তাহলে এর ফলাফলটা কি হবে? ফলাফল হবে ধ্বংসাত্মক। আমাদেরকে অবশ্যই জানতে হবে, আমরা কেন চলছি। চলা মানে-ঠিক যেমন নদী বিশাল স্রোত নিয়ে বয়ে চলছে। কিন্তু তাঁর লক্ষ্য হচ্ছে সুমদ্র। নদী যখন সমুদ্রে মিশায় তখন তার লক্ষ্য পূরণ হয়ে যায়। ঠিক একইভাবে আমাদেরকেও জানতে হবে আমাদের গন্তব্য কোথায়। আমাদের লক্ষ্য হচ্ছে বিষ্ণু, ভগবান। আমরা ভগবানের অবিচ্ছেদ্য অংশ। যেভাবেই হোক, আমরা এই জড় জগতে পতিত হয়েছি। তাই আমাদের জীবনের লক্ষ্য হচ্ছে আমাদের গৃহে প্রত্যাবর্তন করা, ভগবানের কাছে ফিরে যাওয়া। এটাই আমাদের গন্তব্য। আর কোন লক্ষ্য নেই। তাই আমাদের কৃষ্ণভাবনামৃত আন্দোলন শিক্ষা দিচ্ছে যে, 'তুমি তোমার জীবনের লক্ষ্য স্থির কর।' আর লক্ষ্যটা কি? নিত্য আলয়ে ফিরে যাওয়া, ভগবানের কাছে ফিরে যাওয়া। কিন্তু তোমরা বিপরীত দিকে যাচ্ছ, নরকের দিকে যাচ্ছ। এটা তোমাদের লক্ষ্য নয়। তোমরা এই দিক দিয়ে যাও, ভগবানের কাছে ফিরে যাও। এটাই আমাদের কর্মসূচী।" "
৭৫০৭২৬ - শ্রীমদ্ভাগবতম প্রবচন ০৬.০১.৪৫ - লাগুনা বীচ্‌