BN/750807 প্রাতঃ ভ্রমণ - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু টরোন্টো
BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু |
"কেউ যদি ভগবান বাসুদেবের সেবায় নিয়োজিত হয়, তবে সে শীঘ্রই বৈরাগীতে পরিণত হয়- জড় বস্তু এবং জ্ঞানের প্রতি কোনরকম আসক্তি থাকে না। কিন্তু তাদের অধিকাংশই বদমাশ, অবৈষ্ণব। তথাকথিত মোহান্ত, এর মোহান্ত নয়- মহান্ধ, বিরাট বিরাট এক একটা অন্ধ। এই হচ্ছে সমস্যা। কৃষ্ণভাবনামৃত আন্দোলন হচ্ছে প্রত্যেককে বাসুদেবের প্রেমময়ী সেবার স্তরে নিয়ে আসার জন্য, তখন সবকিছু ঠিক হবে। অন্যকোন স্তরেই তা সফল হবে না, শুধুমাত্র লোক দেখানো। আসল সত্য নয়।" |
৭৫০৮০৭ - প্রাতঃ ভ্রমণ - টরোন্টো |